ইতিহাস
-
বিজ্ঞান ও চিকিৎসায় বাগদাদের অগ্রগতি: আল-রাজির অসাধারণ সিদ্ধান্ত
বিজ্ঞান ও চিকিৎসায় বাগদাদের অগ্রগতি: আল-রাজির অসাধারণ সিদ্ধান্ত ৯ম শতকে বাগদাদ ছিল বিশ্বের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি, বিশেষ করে বিজ্ঞান ও চিকিৎসায়। সেই সময়ের অন্যতম খ্যাতনামা পারস্য বিজ্ঞানী ও চিকিৎসক ছিলেন আল-রাজি। তিনি শহরে একটি নতুন হাসপাতালের জন্য সঠিক জায়গা বাছাইয়ের দায়িত্ব পান। সে সময় হাসপাতাল, যাকে বিমারিস্তান বলা হতো, শুধুমাত্র রোগীদের চিকিৎসার স্থানই ছিল না; এটি ছিল গবেষণা ও শিক্ষার কেন্দ্রও। এক নতুন চিন্তার পথিকৃৎ আল-রাজি ছিলেন ব্যবহারিক জ্ঞান ও নতুন চিন্তার পথিকৃৎ। তিনি এমন একটি জায়গা খুঁজতে চাইলেন, যেখানে রোগীরা সবচেয়ে সুস্থ থাকতে পারবে। এর জন্য তিনি বাগদাদের বিভিন্ন জায়গায় মাংসের টুকরা ঝুলিয়ে রাখলেন এবং পর্যবেক্ষণ করলেন, কোথায় মাংস সবচেয়ে ধীরে পচে। যেখানে মাংসের পচন সবচেয়ে কম হলো,…