-
পৃথিবীর প্রথম সেলফির গল্প: ১৭৫ বছর আগের বিস্ময়কর মুহূর্ত
পৃথিবীর প্রথম সেলফির গল্প: ১৭৫ বছর আগের বিস্ময়কর মুহূর্ত আজকের ডিজিটাল যুগে সেলফি তোলা একেবারেই স্বাভাবিক ব্যাপার। মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় এক মুহূর্তেই আমরা নিজেদের ছবি তুলে ফেলি। কিন্তু কখনো কি ভেবেছেন, পৃথিবীর প্রথম সেলফি কবে তোলা হয়েছিল? কে-ই বা তুলেছিলেন সেই ঐতিহাসিক ছবি? স্মার্টফোনের যুগের বহু আগের সেলফি! আজ থেকে প্রায় ১৭৫ বছর আগে, ১৮৩৯ সালে তোলা হয়েছিল পৃথিবীর প্রথম সেলফি! তখন ছিল না কোনো স্মার্টফোন বা ফ্রন্ট ক্যামেরা। এমনকি ক্যামেরার প্রযুক্তিও তখন বেশ প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেই এক কৌতূহলী ব্যক্তি প্রথমবারের মতো ধারণ করেছিলেন নিজের ছবি। কে তুলেছিলেন প্রথম সেলফি? ফিলাডেলফিয়ার একজন কেমিস্ট, রবার্ট কর্নেলিয়াস, পৃথিবীর প্রথম সেলফির পথিকৃৎ। যদিও তার পেশা ছিল রসায়নের সঙ্গে সম্পর্কিত,…