-
বই সংগ্রহের নেশা: অপঠিত বইয়ের গল্প ও তার তাৎপর্য
বই কেনা, কিন্তু না পড়া: নেশা, অভ্যাস নাকি সম্ভাবনা? আজকাল অনেকেই অভিযোগ করেন বই তো অনেক বিক্রি হচ্ছে, কিনছেনও অনেকে, কিন্তু পড়ছে ক’জন? যদি সত্যিই বই পড়া হতো, তাহলে কি সমাজের এত সমস্যা থাকত? কেউ কেউ শুধু বই কিনে রাখেন, কিন্তু পড়েন না। জাপানি ভাষায় এর একটি শব্দ আছে; তসুন্দোকু। অর্থ হলো, বই কেনা এবং সেগুলো না পড়া। আর যদি কেউ বই কেনার নেশায় এতটাই ডুবে থাকেন যে, শুধু কিনেই যান, কিন্তু একেবারেই পড়েন না, সেটি বলা হয় বিব্লিওম্যানিয়া। বই কেনার এই নেশার কারণ কী? অনেক কারণেই মানুষ বই কেনেন এবং সংগ্রহ করেন, কিন্তু সেগুলো পড়ার সময় পান না। এর পেছনে থাকতে পারে: তবে বেশিরভাগ ক্ষেত্রেই বই কেনা আসে বইয়ের…