-
সময় বদলেছে, তবে সুবিধাবাদী ও সুবিধাভোগীরা বদলায়নি
⭐সময় বদলেছে, তবে সুবিধাবাদী ও সুবিধাভোগীরা বদলায়নি⭐ আমাদের সমাজে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে। প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা, রাজনীতি, সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কিন্তু একটি বিষয় বদলায়নি, আর তা হলো সুবিধাবাদী ও সুবিধাভোগীদের চিরন্তন চরিত্র। তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য প্রতিনিয়ত পদ্ধতি পরিবর্তন করলেও মৌলিকভাবে তাদের নীতি অপরিবর্তিত। এদের তেলের পদ্ধতি বদলায়নি; বরং তারা সময়ের সাথে সাথে আরও কৌশলী ও সুদূরপ্রসারী হয়েছে। ‘বৈষম্যবিরোধী’ শব্দটি এখন শক্তিশালী এবং প্রায়শই মিসইউজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, সমাজের বিভিন্ন স্তরে এই শব্দের ব্যবহার ক্রমাগত বাড়ছে। যে কেউ যেকোনো পরিস্থিতিতে নিজ স্বার্থ হাসিলের জন্য ‘বৈষম্যবিরোধী’ শব্দটি ব্যবহার করছে। একটি শক্তিশালী শব্দ যেমন সমাজের কল্যাণে ব্যবহৃত হতে পারে, ঠিক তেমনি অপব্যবহারও হতে পারে। আজকাল এই…