পৃথিবীর প্রথম সেলফির গল্প ১৭৫ বছর আগের বিস্ময়কর মুহূর্ত
Bengali blogs, Articles & poetry by Akanjee

পৃথিবীর প্রথম সেলফির গল্প: ১৭৫ বছর আগের বিস্ময়কর মুহূর্ত

পৃথিবীর প্রথম সেলফির গল্প: ১৭৫ বছর আগের বিস্ময়কর মুহূর্ত

আজকের ডিজিটাল যুগে সেলফি তোলা একেবারেই স্বাভাবিক ব্যাপার। মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় এক মুহূর্তেই আমরা নিজেদের ছবি তুলে ফেলি। কিন্তু কখনো কি ভেবেছেন, পৃথিবীর প্রথম সেলফি কবে তোলা হয়েছিল? কে-ই বা তুলেছিলেন সেই ঐতিহাসিক ছবি?

স্মার্টফোনের যুগের বহু আগের সেলফি!

আজ থেকে প্রায় ১৭৫ বছর আগে, ১৮৩৯ সালে তোলা হয়েছিল পৃথিবীর প্রথম সেলফি! তখন ছিল না কোনো স্মার্টফোন বা ফ্রন্ট ক্যামেরা। এমনকি ক্যামেরার প্রযুক্তিও তখন বেশ প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেই এক কৌতূহলী ব্যক্তি প্রথমবারের মতো ধারণ করেছিলেন নিজের ছবি।

কে তুলেছিলেন প্রথম সেলফি?

ফিলাডেলফিয়ার একজন কেমিস্ট, রবার্ট কর্নেলিয়াস, পৃথিবীর প্রথম সেলফির পথিকৃৎ। যদিও তার পেশা ছিল রসায়নের সঙ্গে সম্পর্কিত, তবে ফটোগ্রাফির প্রতি তার ছিল গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই একদিন নিজেই নিজের ছবি তোলার ভাবনা মাথায় আসে।

কীভাবে তোলা হয়েছিল সেই সেলফি?

রবার্ট কর্নেলিয়াস তার বাবার দোকানের পিছনে একটি ক্যামেরা সেট করেন। তখনকার ক্যামেরাগুলো ছিল দীর্ঘ এক্সপোজারের, যার জন্য ছবির বিষয়বস্তুকে অনেকক্ষণ স্থির থাকতে হতো। রবার্ট ক্যামেরার লেন্সের ঢাকনা সরিয়ে দ্রুত ফ্রেমে চলে আসেন এবং এক মিনিট ধরে স্থিরভাবে পোজ দেন। এরপর তিনি আবার লেন্সের ঢাকনা লাগিয়ে দেন। এভাবেই তোলা হয় ইতিহাসের প্রথম সেলফি!

সেলফিতে লেখা প্রথম মন্তব্য

এই ছবির নীচে কর্নেলিয়াস লিখেছিলেন- “The first light picture ever taken. 1839” অর্থাৎ, “এটাই প্রথম আলো দিয়ে তোলা ছবি”। এই ঐতিহাসিক বাক্যটি ছবিটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

এরপরের যাত্রা

এই ছবির চার বছর পর, কর্নেলিয়াস আরও একটি সেলফি তোলেন। ফটোগ্রাফির প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি চিরকাল পোর্ট্রেট ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখতেন। তবে বাস্তব জীবনে তিনি বাবার ব্যবসা দেখাশোনা করেই ২০ বছর কাটান।

১৮৭৭ সালে তিনি অবসর নেন এবং ১৮৯৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে তার তোলা সেই ঐতিহাসিক সেলফিটি আজও বিশ্ববাসীর কাছে এক অনন্য স্মৃতি হয়ে রয়েছে।

আজ আমরা প্রতি মুহূর্তে অগণিত সেলফি তুলি, কিন্তু একবার ভাবুন, সেই সময়ের রবার্ট কর্নেলিয়াস কীভাবে চিন্তা করেছিলেন নিজের ছবি তোলার কথা! প্রযুক্তি ও উদ্ভাবনের এই অসাধারণ ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টিশীলতা ও কৌতূহল যুগে যুগে মানুষকে নতুন কিছু আবিষ্কার করতে অনুপ্রাণিত করেছে।

এখন যখনই আপনি কোনো সেলফি তুলবেন, মনে রাখবেন, ১৭৫ বছর আগে রবার্ট কর্নেলিয়াসের সেই প্রথম সেলফিটিই paved the way!


Discover more from Akanjee's Blogs, London, UK

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from Akanjee's Blogs, London, UK

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading